| |
               

মূল পাতা আন্তর্জাতিক জি-৭ সম্মেলনে এখনো আমন্ত্রণ পায়নি নরেন্দ্র মোদি


জি-৭ সম্মেলনে এখনো আমন্ত্রণ পায়নি নরেন্দ্র মোদি


আন্তর্জাতিক ডেস্ক     03 June, 2025     08:13 PM    


ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চলতি বছর জি-৭ সম্মেলনের আমন্ত্রণপত্র পাঠায়নি কানাডা। তবে আমন্ত্রণ পেলেও নরেন্দ্র মোদি যাবেন না বলে জানিয়েছে দেশটি। সাম্প্রতিক দেশটির সঙ্গে  সম্পর্কের টানাপোড়েনের জেরে এ সিদ্ধান্ত নেয় দিল্লি।

মঙ্গলবার (৩ জুন) ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমটি বলছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবারের জি-৭ সম্মেলনে অংশ নিচ্ছেন না। এর ফলে ২০১৮ সালের পর এই প্রথম তিনি এই ধরনের আয়োজনে যোগ দেওয়া থেকে বিরত থাকছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্রগুলো।

এনডিটিভি বলছে,  আগামী ১৫ থেকে ১৭ জুন পর্যন্ত জি-৭ সম্মেলনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেখানে বৈশ্বিক গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যু — যেমন রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং পশ্চিম এশিয়ার উত্তেজনাকর পরিস্থিতি — নিয়ে আলোচনা হবে।

সূত্রগুলো জানিয়েছে, এখনও পর্যন্ত কানাডা ভারতের প্রধানমন্ত্রী মোদিকে কোনও আমন্ত্রণ পাঠায়নি। তবে আমন্ত্রণ এলেও মোদি এই সফরে যেতেন না, কারণ ভারত-কানাডা দ্বিপক্ষীয় সম্পর্ক বর্তমানে এতটাই খারাপ অবস্থায় রয়েছে যে, এমন সফরের আগে ব্যাপক প্রস্তুতি ও পদক্ষেপের প্রয়োজন হতো।